ডেস্ক রিপোর্ট | শুক্রবার, ২০ জানুয়ারি ২০১৭ | পড়া হয়েছে 1403 বার
নবীনগর উপজেলার এম, এ মাশরেকী মেমরিয়্যাল ফাউন্ডেশন এর উদ্যোগে আজ শুক্রবার (২০/০১) ক্ষুঁদে মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি/২০১৬ প্রদান করা হয়। উপজেলার পৌর সদরের কিন্ডার গার্টেনসহ সরকারি প্রাথমিক ২০ বিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীদেরকে তাদের কৃতিত্বের জন্য এ শিক্ষাবৃত্তি ও সার্টিফিকেট হাতে তুলে দেয়া হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রতিষ্ঠানের উপদেষ্টা মুক্তিযোদ্ধা বীর প্রতিক ফোরকান উদ্দিন। উদ্বোধন করেন সাবেক পৌর কাউন্সেলর শেখ নূরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন দুপ্রক সভাপতি আবু কামাল খন্দকার, প্রেসক্লাব সভাপতি মাহাবুব আলম লিটন, ফাউন্ডেশনের প্রধান পৃষ্টপোষক মোস্তফা কামাল হায়দার মাশরেকী, প্রধান শিক্ষক রহিজ উদ্দিন, আবদুস সালাম, সামছুল হক দুলাল, মো.দুলাল মিয়া। সভাপতিত্ব করেন তৃষা-তুলি বিদ্যানিকেতন এর প্রধান শিক্ষক ছাবিনা ইয়াসমিন ।