ডেস্ক রিপোর্ট | মঙ্গলবার, ০১ মে ২০১৮ | পড়া হয়েছে 792 বার
নবীনগরে চুরি করতে গিয়ে এলাকাবাসীর গণপিটুনিতে আবু সাঈদ নামে এক কুখ্যাত চোরের মৃত্যুর খবর পাওয়া গেছে।
গতকাল সোমবার (৩০/৪) লাউরফতেহপুর ইউনিয়নের লাউর ফতেহপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত ওই চোরের বাড়ি একই উপজেলার জিনোদপুর ইউনিয়নের চারপাড়া গ্রামে। সে ওই এলাকার মৃত আব্দুস সালাম মিয়ার ছেলে।
সুত্র জানায়, গতকাল দিবাগত রাত আনুমানিক তিনটার দিকে লাউরফতেহপুর গ্রামের বাসিন্দা হাজী আব্দুল গফুর মিয়ার বাড়িতে ঘড়ের সিধ কেটে ওই চোর ভিতরে প্রবেশ করলে বাড়ির লোকজন টের পেয়ে তাকে আটক করে।
প্রাণ বাচাতে আবু সাঈদ হাতে থাকা দাড়ালো ছুড়ি দিয়ে ঘড়ে থাকা এক মহিলাকে আঘাত করে। সেসময় বাড়ির লোকজনের আর্তচিতকারে স্থানীয়রা ছুটে এসে চোরকে উত্তমমাধ্যম দেয়। স্থানীয়রা জানায়, এলাকাবাসীর হাতে আটকের পর ওই চোর গণপিটুনিতে মারা যায়।
খবর পেয়ে নবীনগর থানার ওসি আসলাম সিকদার ঘটনাস্থলে ছুটে যান। তিনি মুঠোফোনে ঘটনার সত্যতা স্বীকার করেন।