| শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০১৯ | পড়া হয়েছে 535 বার
গতকাল থেকে নবীনগরে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)। সংস্থাটির নিয়োজিত কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করবেন আগামী ৯ অক্টোবর পর্যন্ত।
নির্বাচন কমিশন সুত্র জানিয়েছে, যাদের জন্ম ২০০৪ সালের ১ জানুয়ারি বা তার আগে তাদের তথ্য সংগ্রহ করা হবে। এক্ষেত্রে ১ জানুয়ারি ২০০৪ সালে বা তার আগে যাদের জন্ম তাদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হবে ২০২২ সালে। ১ জানুয়ারি ২০০৩ সালে বা তার আগে যাদের জন্ম তাদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হবে ২০২১ সালে এবং যাদের জন্ম ১ জানুয়ারি ২০০২ সালে বা তার আগে তাদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হবে ২০২০ সালের জানুয়ারিতে।
এছাড়াও ইতোপূর্বে হালনাগাদের সময় যারা ভোটার হওয়ার যোগ্যতা ছিল ভুল বশত বাদ পড়েছেন কিংবা বিদেশে অবস্থান করার কারনে বয়স হয়েছে অথচ ভোটার হতে পারেননি তারাও ভোটার হতে পারবেন।
ভোটার তালিকা হালনাগাদ করতে নির্বাচন কমিশন (ইসি)র নিয়োজিত কর্মীরা যেসকল প্রয়োজনীয় কাগজপত্র যাচাই-বাছাই করে তালিকাভুক্ত করবেন তা হলঃ
# স্থানীয় ইউপি চেয়ারম্যান/মেয়র কর্তৃক প্রত্যয়নপত্র (সকল ক্ষেত্রে প্রযোজ্য নয়)
# ১৭ ডিজিটের জন্ম সনদ (বাধ্যতামূলক) ফটোকপি।
# চেয়ারম্যান কর্তৃক নাগরিক সনদের কপি(বাধ্যতামূলক)
# পিতা – মাতার আইডি কার্ডের ফটোকপি(বাধ্যতামূলক)
# স্বামী বা স্ত্রীর আইডি কার্ডের ফটোকপি(একে অপরের জন্য)
# জে এস সি /এস এস সি সনদের ফটোকপি(যদি থাকে)
# পাসপোর্টের ফটোকপি (বিদেশীদের ক্ষেত্রে)
উপরোক্ত বিষয়ে সকল প্রস্তুতি সম্পন্ন করে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হতে সবাইকে আহ্বান জানানো হয়েছে।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | ৫ | ||
৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ | ১২ |
১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ | ১৯ |
২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ |
২৭ | ২৮ | ২৯ | ৩০ | ৩১ |