ডেস্ক রিপোর্ট | শনিবার, ২৪ সেপ্টেম্বর ২০১৬ | পড়া হয়েছে 7141 বার
নবীনগরে গলায় ফাঁস লাগানো অবস্থায় গৃহবধূর লাশ উদ্ধার করেছে নবীনগর থানা পুলিশ। শনিবার সকালে (২৪/৯) উপজেলার জিনদপুর ইউনিয়নের কাঠালিয়া গ্রাম থেকে তার লাশ উদ্ধার করা হয়।
তবে এটি হত্যা নাকি আত্মহত্যা এ নিয়ে জনমনে প্রশ্ন দেখা দিয়েছে।
নিহতের নাম হ্যাপি আক্তার (১৮) সে নবগঠিত বাঙ্গরা থানার মুখলেশপুর গ্রামের হুসেন মিয়ার মেয়ে।
সুত্র জানায়, চলতি বছরের শুরুর দিকে হ্যাপি আক্তারের সাথে উপজেলার কাঠালিয়া গ্রামের হাসেম মিয়ার ছেলে আক্তার হোসেন বিবাহ বন্ধনে আবদ্ধ হন।
সুত্র জানায়, হ্যাপির শুশুর বাড়ির লোকজনের চিৎকারে স্থানীয় লোকজন এসে হ্যাপিকে গলায় ফাঁশ লাগানো অবস্থায় ঝুলতে দেখে থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে।
তবে নিহতের পরিবার দাবী করেন বিয়ের পর থেকেই হ্যাপির দাম্পত্য জীবনে কলহ লেগে থাকত। এ নিয়ে স্বামীর বাড়ির লোকজনের সাথে হ্যাপির প্রায়ই ঝগড়া হত। তারা দাবী করেন এটা পরিকল্পিত হত্যাকান্ড।
নবীনগর থানার পুলিশ পরিদর্শক এস আই নাজির আহাম্মদ জানান, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জেলা মর্গে পাঠানো হয়েছে।
এ ঘটনায় নিহতের পিতা বাদি হয়ে থানায় মামলা দায়ের করেন।