| শনিবার, ১৯ অক্টোবর ২০১৯ | পড়া হয়েছে 505 বার
নবীনগর উপজেলার জিনদপুর ইউনিয়নের চুওরিয়া গ্রামে শেখ ফরিদ মিয়া (৩০) নামে এক যুবক গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে। নিহত শেখ ফরিদ ওই এলাকার মৃত উসমান আলীর ছেলে।
জানা যায়, গত জানুয়ারী মাসে উপজেলার শ্রীরামপুর গ্রামের মানিক মিয়ার মেয়ে খাদিজার সঙ্গে বিয়ে হয় শেখ ফরিদের। খাদিজার সাথে কথা বলে জানা যায়, ‘‘বিয়ের পর থেকে সংসার জীবন ভালোই চলছিল। শেখ সাদী কুমিল্লার একটি সেলুনের দোকানে চাকুরী করতেন। আজ দুপুরে বাড়ি থেকে কুমিল্লা যাওয়ার কথা, সকালে বাজার থেকে মাছ, তরকারী এনে রান্না করার জন্য বলে। এই ফাঁকে ঘরে ঢুকেই সবার অগোচরে ফাঁসি দিয়ে আত্মহত্যা করে’’।
নবীনগর থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল আজিজ শেখ জানান, শেখ ফরিদের লাশ তার নিজ ঘরে ঝুলন্ত অবস্থায় থেকে উদ্ধার করা হয়।
তবে আত্মহত্যার কারণ জানা যায়নি। এ রিপোর্ট লেখা পর্যন্ত (দুপুর দেড়টা) পুলিশ ঘটনাস্থলেই আছে বলে জানিয়েছে এসআই আব্দুল আজিজ শেখ।