শফিকুল ইসলাম বাদল | বুধবার, ০৪ মে ২০১৬ | পড়া হয়েছে 1428 বার
নবীনগর উপজেলার শিবপুর ইউনিয়নের কনিকাড়া গ্রামে (দক্ষিণ পাড়া) পারুল বেগম (২৫) নামে এক গৃহবধূ আত্নহত্যা করেছে।
মঙ্গলবার দিনগত রাতে আত্মহত্যা এ ঘটনা ঘটে।
নিহত পারুল দিনমজুর আফজল মিয়ার স্ত্রী। তার একটি ৮ মাসের কন্যা সন্তান আছে।
এলাকাবাসী ও থানা সূত্রে জানা গেছে, উপজেলারা কাইতলা গ্রামের হুরন মিয়ার মেয়ে পারুল বেগমের সঙ্গে একই উপজেলার কনিকাড়া গ্রামের মৃত সাহেদের ছেলে আফজল মিয়ার প্রায় ৩ বৎসর পূর্বে বিয়ে হয়। গত কয়েকমাস ধরে স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক বিষয় নিয়ে ঝগড়া-ঝাটি হয়।
স্থানীয়রা ধারণা করছেন এর জের ধরে গতকাল রাতের কোন এক সময়ে সবার অজান্তে বাড়ির পাশের গাছে ওড়না দিয়ে গলায় ফাস লাগিয়ে আত্মহত্যা করে। স্থানীয়রা পুলিশে খবর দিলে শিবপুর ফাড়ির পুলিশ আজ সকালে আনুমানিক ৯ টার দিকে ঘটনাস্থলে এসে ঝুলন্ত অবস্থায় তার লাশ উদ্ধার করে।