ডেস্ক রিপোর্ট | সোমবার, ২৬ ডিসেম্বর ২০১৬ | পড়া হয়েছে 9409 বার
নবীনগরে গুলি ভর্তি পিস্তল সহ এক মহিলাকে আটক করেছে সদর থানা পুলিশ। আজ দুপুর (২৬/১২) আনুমানিক পৌনে দুইটার দিকে উপজেলার বড়াইল ইউনিয়নের জালশুকা গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
পপি আক্তার (২৮) নামে আটককৃত ওই মহিলা একই গ্রামের কুখ্যাত ডাকাত গোলাম হোসেন এর স্ত্রী বলে থানা সুত্র জানিয়েছে।
থানা সুত্র আরো জানায়, সংশ্লিষ্ঠ থানা অফিসার ইনচার্জ মোঃ ইমতিয়াজ আহম্মেদ পিপিএম এর দিক নির্দেশনায় নবীনগর থানায় কর্মরত এস আই/ স্বপন চন্দ্র দাস তার সংগীয় অফিসার এএসআই/ মোঃ হোসেন মিয়া, এএসআই/ মোঃ আব্দুল আজিজ ও অন্যান্য ফোর্সগণ এলাকায় কুখ্যাত ডাকাত হিসেবে পরিচিত গোলাম হোসেন এর বাড়িতে অভিযান চালায়। পরে গোলাম হোসেন এর স্ত্রী পপি আক্তারকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তার হেফাজতে অস্ত্র আছে একথা স্বীকার করেন।
শেষে স্বীকারোক্তি অনুযায়ী পপি আক্তারের হেফাজত হতে ম্যাগাজিন ভর্তি ০৫ রাউন্ড তাজা গুলিসহ একটি ৭.৬৫ অবৈধ পিস্তল উদ্ধার করা হয়।
এলাকায় কুখ্যাত ডাকাত হিসেবে পরিচিত গোলাম হোসেন ওই গ্রামের আলী আকবরের ছেলে।
থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ইমতিয়াজ আহম্মেদ পিপিএম নবীনগর টুয়েন্টি ফোর ডটকমকে জানান, অস্ত্রসহ আটককৃত ওই মহিলার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজু প্রক্রিয়া অব্যাহত আছে।