ডেস্ক রিপোর্ট | মঙ্গলবার, ০৯ মে ২০১৭ | পড়া হয়েছে 3365 বার
নবীনগর উপজেলার শিবপুর ফাড়ির পুলিশ সোমবার সকালে গ্রেফতারী পরোয়ানাভূক্ত পলাতক আসামী নশু মিয়াকে তার নিজ বাড়ি থেকে আটক করেছে। সে উপজেলার গুড়িগ্রামের মৃত মোতালিব মিয়ার ছেলে।
নশু মিয়া এলাকায় কুখ্যাত গরু চোর হিসাবে পরিচিত। সংশ্লিষ্ঠ ফাঁড়ি পুলিশ জানায়, জিআর-১৯৩/১৩ এর গ্রেফতারী পরোয়ানাভূক্ত পলাতক আসামী ছিল সে।