ডেস্ক রিপোর্ট | সোমবার, ১৬ জানুয়ারি ২০১৭ | পড়া হয়েছে 3612 বার
নবীনগর থানার এস আই স্বপন দাসের নেতৃত্বে একদল পুলিশ অাজ সোমবার দুপুরে উপজেলা পরিষদ রোডে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে চেক জালিয়াতি মামলা ৬ মাসের সাজাপ্রাপ্ত আসামী কামরুজ্জামান (৩৫) গ্রেপ্তার করে। সে উপজেলার লাউর ফতেহপুর ইউনিয়নের আহম্মদপুর গ্রামের শিশু মিয়ার ছেলে। জানা গেছে, কুমিল্লা বিজ্ঞ যুগ্ন দায়রা জজ চেক জালিয়াতি মামলায় তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৪ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা প্রদান করেন। মামলা নং সি আর নং-(৫৯২/০৯) ধারা এন আই এক্ট-১৩৮। থানা সূত্রে জানাযায় চেক জালিয়াতি মামলার সাজাপ্রাপ্ত আসামীকে উপজেলা পরিষদ এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে।