ডেস্ক রিপোর্ট | বুধবার, ২৫ নভেম্বর ২০২০ | পড়া হয়েছে 252 বার
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা প্রশাসনের আয়োজনে ৪২ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ সামাজিক দূরত্ব বজায় রেখে পালিত হয়েছে। আজ বুধবার সকালে নবীনগর ইচ্ছাময়ী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলার ৫টি কলেজ ও ১১টি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রদর্শনী মেলায় অংশগ্রহণ করেন।
স্কুল পর্যায়ে প্রথম স্থান অধিকার করেন শ্যামগ্রাম মোহিনী কিশোর স্কুল এন্ড কলেজ, দ্বিতীয় স্থান শিবপুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয় এবং তৃতীয় স্থান অধিকার করেন ভোলাচং উচ্চ বিদ্যালয়, কলেজ পর্যায়ে প্রথম স্থান অধিকার করেন ইব্রাহিমপুর সাইয়্যেদ সুফি আজমত উল্লাহ ফাজিল মাদ্রাসা, দ্বিতীয় স্থান নবীনগর মহিলা কলেজ এবং তৃতীয় স্থান অধিকার করেন তোফায়েল আলী কারিগরি স্কুল এন্ড কলেজ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ মনিরুজ্জামান মনির। উপজেলা নির্বাহী অফিসার একরামুল ছিদ্দিকের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, কৃষি কর্মকর্তা জগলুল হায়দার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোকাররম হোসেন, উপজেলা একাডেমিক সুপারভাইজার ইতি বেগম, অধ্যক্ষ হারুনুর রাশিদ শাহ ফকির, প্রধান শিক্ষক কাউসার বেগম, সহকারী শিক্ষক মইনুল হোসেন চৌধুরী প্রমুখ।