পিয়াল হাসান রিয়াজ | মঙ্গলবার, ১৬ আগস্ট ২০১৬ | পড়া হয়েছে 1966 বার
নবীনগর পশ্চিম ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে সোমবার (১৫/৮) বিকালে লাপাং উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪১ তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবসে আলোচনা সভা ও দুস্থ মানুষের জন্য কাঙ্গালী ভোজের আয়োজন করে।
স্থানীয় ইউপি চেয়ারম্যান মোঃফিরোজ মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাংসদ ফয়জুর রহমান বাদল, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ আজিজুল ইসলাম, থানা অফিসার ইনচার্জ (ওসি) ইমতিয়াজ আহম্মেদ পিপিএম , থানা ইন্সপেক্টর (তদন্ত) মেজবাহ উদ্দিন আহম্মেদ, পৌর আওয়ামীলীগ সভাপতি বোরহান উদ্দিন নসু, এডঃ শিব শংকর দাস, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মোর্শেদুল ইসলাম লিটন প্রমূখ।
চেয়ারম্যান ফিরোজ মিয়া ও শিক্ষক নেতাগনের বিভিন্ন দাবীর প্রেক্ষিতে এমপি ফয়জুর রহমান বাদল বক্তব্য দেয়াকালে আশ্বাস প্রদান করে বলেন, অবহেলিত মেঘনা পাড়ের চরলাপাং বাঁধ নির্মান ও লাপাং উচ্চ বিদ্যালয়ের রাস্তাসহ ৪ জন এমপিও শিক্ষকের স্তর পরিবর্তন অচিরেই করা হবে। পরে সাধারন মানুষের মাঝে কাঙ্গালীভোজ পরিবেশন করা হয়।