সাইদুল আলম সোরাফ | রবিবার, ১৮ সেপ্টেম্বর ২০১৬ | পড়া হয়েছে 442 বার
জাতীয় পাটির চেয়ারম্যানের উপদেষ্টা কাজী মামুনুর রশিদ বলেন নবীনগরে জাতীয় শ্রমিক পাটির সম্মেলন অত্যন্ত গুরুত্ব বহন করে । আপনারা ঘুমিয়ে থাকবেন না।এখনই সময় গর্জে উঠার। আপনারা মাঠে নেমে যান গোটা বাংলাদেশকে জাগ্রত করতে হবে পল্লি বন্ধু হুসাইন মোঃ এরশাদের নেতৃত্বে। আগামী সংসদ নির্বাচনকে ঘিরে গোটা বাংলাদেশের মানুষের হৃদয়ে একটি আশংকা বিরাজ করছে । তাই পল্লি বন্ধুর নেতৃতে ব্রাহ্মণবাড়িয়া সহ গোটা বাংলাদেশকে ঐক্যবদ্ব করার ডাক দিয়েছেন জাতীয় পাটির চেয়ারম্যান। আমরা প্রতিটি ইউনিয়নে প্রতিটি ওয়ার্ডে জাতীয় পাটি ও তার অঙ্গসংগঠনকে সম্মেলনের মাধ্যমে শক্তি শালী করার লক্ষে আগামী নির্বাচনের প্রচারনা শুরু করতে চাই।
গতকাল শনিবার (১৭/৯) বিকালে জাতীয় পাটির স্থানীয় কার্যালয়ে জাতীয় শ্রমিক পাটির দ্বি বার্ষিক সম্মেলন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন ।
মো: সাদেক আলির সভাপতিত্বে অনুষ্টানে বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা রজব আলী মোল্লা, হাজী মো: জসিম উদ্দিন , ইকরাম হোসেন , মো:তোহা, এটিএম আব্দুল্লাহ, মোসলেম উদ্দিন মৃধা, মো: ইদন খান প্রমুখ।