ডেস্ক রিপোর্ট | বুধবার, ২৮ সেপ্টেম্বর ২০১৬ | পড়া হয়েছে 863 বার
নবীনগর উপজেলা পরিষদের আয়োজনে উপজেলা গভর্ন্যান্স প্রজেক্টের সহায়তায় সম্মেলন কক্ষে বুধবার(২৮/৯) সকালে ভিশন-২০২১ কে সামনে রেখে টেকসই লক্ষ্যমাত্রা-এসডিজি বিষয়ক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন,উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রকৌশলী সফিকুল ইসলাম,উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আজিজুল ইসলাম,ভাইস চেয়ারম্যান মোশারফ হোসেন সরকার, মহিলা ভাইস চেয়ারম্যান মোছেনা বেগম। প্রশিক্ষক ছিলেন উপজেলা গভর্ন্যান্স প্রজেক্টের জেলা কো-অডিনেটর মোঃ মুজাহিদ খান।এই কর্মশালায় সকল চেয়ারম্যান,কর্মকর্তা,মহিলা সদস্য ও সাংবাদিক উপস্থিত ছিলেন। কর্মশালায় সরকারের অবকাঠামো উন্নয়ন সহ সকল বিষয়ের উন্নয়ন লক্ষ্যমাত্রা যেন টেকসই হয় এবং ২০৪১ সালে বাংলাদেশ বিশ্বেরমধ্যে মধ্যম আয়ের দেশে রুপান্তরিত হয় এ বিষয়ে উপর গুরুত্বারুপ করা হয়।