খান জাহান আলী | শনিবার, ১৪ মে ২০১৬ | পড়া হয়েছে 3036 বার
ব্রাহ্মণবাড়ীয়ার নবীনগর উপজেলার জিনদপুর ইউনিয়নে আজ শনিবার দুপুরে কাঁঠাল চুরির তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে আবু সায়েদের সাথে একই গ্রামে নূরম্ন উদ্দিনের কথাকাটাকাটি হয় এরই জের ধরে দুই গ্রম্নপের সংঘর্ষে মহিলাসহ ৯ জন আহত হয়৷ গুরম্নত্বর আহত নূরম্ন উদ্দিন (২৮), সৈয়দ সেলিম (২৬), সৈয়দ শামীম (২৪) ও চম্পা বেগম (৪৫)কে নবীনগর সদর হাসপাতালে ভর্তি করা হয়৷ অপরদিকে জিনদপুর ইউনিয়নের নীলনগর গ্রামের রাজমিস্ত্রি দেলোয়ার হোসেন (২০) কে এলাকার কিছু যুবক কুপিয়ে জখম করে৷ আশংকাজনক অবস্থায় নবীনগর হাসপাতালে নিয়ে এলে কতব্যরত চিকিত্সক তাকে ঢাকা প্রেরণ করে৷