| শুক্রবার, ২০ মে ২০১৬ | পড়া হয়েছে 1016 বার
নবীনগর উপজেলার মানিকনগর থেকে লঞ্চ যোগে নরসিংদী যাবার পথে বুধবার(১৮/০৫) রাকিব আহমেদ(১২) নামে এই ছেলেটি নিখোজ হয়। ছেলেটির বাবার নাম আবু কালাম বাড়ী উপজেলার শ্রীরামপুর গ্রামে বর্তমান তারা নরসিংদীর ব্রাহ্মন্দীতে থাকে। পরিবার ও থানার জিডি সূত্রে জানাযায়,বুধবার সকালে ছেলেটির নানা শাহবাজপুর গ্রামের আঃরহিম মিয়া মানিকনগর লঞ্চঘাট থেকে এম,এল সুপ্তি নামের লঞ্চে আমের বস্তা,আতব চাউল,সহ তাকে উঠিয়ে দেয় নরসিংদী লঞ্চঘাটে ছেলেটির মা অপেক্ষারত ছিলেন কিন্তু আমের বস্তা,আতব চাউল,পেলেও তার ছেলেকে পাওয়া যায়নি। এ ব্যাপারে থানায় সাধারণ ডায়রী করা হয়েছে নবীনগর থানার সাধারণ ডায়রী নং-(৮৩৩) তাং-১৯/০৫/১৬ ইং। ছেলেটির গায়ের রং কালো উচ্চতা অনুমান ৪ ফুট ৬ ইঞ্চি পড়নে ছিল কালো রংয়ের জিন্স প্যান্ট এবং হলুদ বেগুনী রংয়ের শার্ট সে আঞ্চলিক ভাষায় কথা বলে।