ডেস্ক রিপোর্ট | বৃহস্পতিবার, ১৫ আগস্ট ২০১৯ | পড়া হয়েছে 229 বার
নবীনগর উপজেলা শ্রমিক লীগের কার্যালয়ে হামলা হয়েছে। বুধবার গভীর রাতে এ অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটেছে বলে স্থানীয় নেতারা জানায়। হামলাকারীরা দলীয় ওই কার্যালয়ে থাকা মালামাল তছনছ সহ কার্যালয়টিতে সাঁটানো জাতির জনক বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবিও ভাঙচুর করে তারা। তবে রাতের আঁধারে কারা হামলা করেছে, এ নিয়ে কেউই মুখ খুলতে রাজি হননি।
শ্রমিক লীগ থানা কমিটির আহ্বায়ক ফোরকান উদ্দিন মৃধা বলেন, আজ (বৃহস্পতিবার) জাতীয় শোক দিবসের কর্মসূচি পালন করতে অফিসে এসে দেখি, পুরো অফিসটি লণ্ডভণ্ড অবস্থায় পড়ে আছে। এমনকি হামলাকারীরা অফিসে টাঙানো জাতির জনক ও প্রধানমন্ত্রীর ছবি দুটিও নিচে ফেলে রেখেছে।
একটি সূত্র জানায়, শ্রমিক লীগের অভ্যন্তরীণ কোন্দলের জের ধরে জাতীয় শোক দিবসে বক্তব্যের তালিকায় নাম না থাকার কারণে আগের রাতে এ ন্যাক্কারজনক হামলার ঘটনা ঘটে থাকতে পারে।
তবে স্থানীয় এমপির ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত আওয়ামী লীগ নেতা গোলাম শাহরিয়ার বাদল বলেন, হামলাকারী যেই হোক এদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি করছি।
নবীনগর সার্কেলের দায়িত্বে থাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার মেহেদী হাসান আজ দুপুরে প্রতিবেদককে বলেন, বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। তবে এ বিষয়ে স্থানীয় সংসদ সদস্য এবাদুল করিম বুলবুলের সঙ্গে বারবার যোগাযোগ করেও কথা বলা যায়নি।
সুত্র- কালের কণ্ঠ