বিকাশ সুত্রধর | বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২০ | পড়া হয়েছে 343 বার
নবীনগর উপজেলার নাটঘর ইউনিয়ন এলাকায় অষ্টম শ্রেণির এক ছাত্রী ধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় বৃহস্পতিবার (২৬/১১) তরিকুল ইসলাম (২৫) নামের লম্পট ধর্ষককে গ্রেফতার করে জেলা আদালতে প্রেরণ করেছে পুলিশ। সে উপজেলার নাটঘর ইউনিয়নের একুইছড়া গ্রামের তাজুল ইসলামের ছেলে।
থানা সুত্র জানায়, একই গ্রামের (নাম প্রকাশ করা হলো না) ওই ছাত্রীকে গতকাল বুধবার সকালে একা পেয়ে তরিকুল ইসলাম ধর্ষন করে মর্মে ভিকটিমের মা বাদী হয়ে নবীনগর থানায় একটি মামলা দায়ের করেন। ওই মামলার দায়িত্বে থাকা এসআই নজরুল ইসলাম খন্দকারের নেতৃত্বে ধর্ষক তরিকুল ইসলামকে আজ সকালে নিজ গ্রাম থেকে গ্রেফতার করা হয়।
নবীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিনূর রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় ধর্ষিতার মা বাদী হয়ে থানায় একটি মামলা (নং-২০) দায়ের করেছেন।