ডেস্ক রিপোর্ট | বুধবার, ১৬ নভেম্বর ২০১৬ | পড়া হয়েছে 3208 বার
উপজেলার কৃষ্ণনগর ইউনিয়ন এলাকায় ১৪ বৎসরের এক কিশোরী জোরপূর্ব ধর্ষনের স্বীকার হলে এ ঘটনায় ধর্ষিতার ভাই বাদী হয়ে নবীনগর থানায় একটি মামলা দায়ের করেন। গতকাল মঙ্গলবার রাতে ওই মামলা দায়েরের পর এর তদন্তভার এস আই/ স্বপন চন্দ্র দাসের উপর অর্পন করা হয়। এস আই/ স্বপন চন্দ্র দাস মামলার তদন্তভার গ্রহন করে ধর্ষককে গ্রেফতারের জন্য বিভিন্ন স্থানে অভিযান অব্যাহত রাখে। শেষে আজ (১৭/১১) বুধবার দুপুর আনুমানিক দুইটার দিকে সংগীয় ফোর্স নিয়ে (ধর্ষক) শাহ পরান (৪০) কে উপজেলার গৌরনগর এলাকা থেকে গ্রেফতার করতে সক্ষম হন। শাহপরান গৌরনগর গ্রামের মৃত দারু মিয়ার ছেলে।
উল্লেখ্য, উক্ত মামলা দায়েরের (১২ ঘন্টার মধ্যে) আসামী গ্রেফতার করতে সক্ষম হওয়ায় থানা পুলিশ প্রশাসনকে সাধুবাদ জানিয়েছে স্থানীয় সুধী মহল।