ডেস্ক রিপোর্ট | রবিবার, ০৫ ফেব্রুয়ারি ২০১৭ | পড়া হয়েছে 1040 বার
উপজেলার বড়িকান্দি লঞ্চঘাট এলাকা থেকে নিখোঁজ হওয়া যুবকের লাশ ৫দিন পর গত শুক্রবার সন্ধ্যায় উদ্ধার করে পুলিশ । মৃত যুবক নারায়গঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলার রূপসী গ্রামের নুরুল ইসলাম মিয়ার ছেলে হাসান (১৪)। সূত্র জানায়, সুনামগঞ্জ জেলার ফাজিলপুর থেকে বালুবোঝাই বলগেড রূপসী যাওয়ার পথিমধ্যে, নবীনগর উপজেলার মানিকনগর বাজারের পশ্চিম পাশে এলে গত সোমবার সকালে ওই বলগেড থেকে এক যুবক মেঘনা নদীতে পড়ে নিখোঁজ হয়।
অবশেষে গত শুক্রবার সন্ধায় বড়িকান্দি লঞ্চঘাটের সামনে তার লাশ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে। পরে আত্মীয়-স্বজনরা এসে তার লাশ সনাক্ত করেন।