ডেস্ক রিপোর্ট | শুক্রবার, ২৮ এপ্রিল ২০১৭ | পড়া হয়েছে 4837 বার
নবীনগরে নদীর ওপার থেকে গরু আনতে গিয়ে নিখোঁজ হওয়া ব্যক্তির ভাসমান লাশ উদ্ধার করা হয়েছে। নিখোঁজের দুই দিন পর একই উপজেলার কনিকাড়া দক্ষিন পাড়া গোদারা ঘাট থেকে ওই ব্যক্তির লাশ উদ্ধার করে পুলিশ।
স্থানীয়রা আজ শুক্রবার সকাল সাতটার দিকে নদীতে লাশ ভাসতে দেখে থানায় খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে।
সুত্র জানায়, উপজেলার শিবপুর ইউনিয়নের মিরপুর গ্রামের মৃত নুরু মিয়া সরকারের ছেলে জামাল মিয়া (৪৮) গত বুধবার বিকালে গরু আনতে গিয়ে ঘরে আর ফেরেনি।
পরিবারের লোকজন এ বিষয়ে থানায় অবগত করলে সংশ্লিষ্ট থানা মুরাদনগর উপজেলার ফায়ার সার্ভিস কর্মীদের মাধ্যমে চাঁদপুর থেকে ডুবুরি দল এনে নদীতে তল্লাসি চালায়।
গতকাল দুপুরে ডুবুরি দল নদীতে কয়েক ঘন্টা তল্লাসি চালয়ে ব্যর্থ হয়।
লাশ উদ্ধারের খবর পেয়ে জামাল মিয়ার পরিবারের লোকজন কনিকাড়া গুদারা ঘাটে ছুটে আসেন।
নবীনগর থানার ইন্সপেক্টর (তদন্ত) মেজবাহ উদ্দিন জানান, নিহতের পরিবার লাশ সনাক্ত করেছে।