মিঠু সুত্রধর পলাশ | সোমবার, ২৯ মে ২০১৭ | পড়া হয়েছে 1537 বার
নিরাপদ প্রসব চাই, স্বস্থ্য কেন্দ্রে চল যাই- এই প্রতিপাদ্যকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে নিরাপদ মাতৃত্ব দিবস ২০১৭ পলিত হয়েছে। রবিবার সকালে এ উপলক্ষে ব্রাকের সহযোগিতায় এবং উপজেলার সাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের উদ্যোগে সদর হাসপাতাল চত্বর থেকে এক র্যালী বের হয়।
র্যালীটি শহররের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে পুনরায় একই স্থানে গিয়ে শেষে হয়। পরে সেখান থেকে উপজেলা স্বস্থ্য কমপ্লেক্স সভা কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা: মো: ইউনুছ আলি’র সভাপতিত্বে বক্তব্য রাখেন, প.প. কর্মকর্তা মো: জাকির হোসেন,ডা: সাইমুল হুদা,ডা: মো: তহিদুল ইসলাম হামিম,ডা: হিমেল খান,ডা: জেবিন জেরিন,ব্রাক অফিসার মো: আবুল কালাম,শাখাওয়াত হোসেন, মো:এরশাদ, মো: ইদ্দ্রিস মিয় প্রমুখ।