| বুধবার, ৩০ অক্টোবর ২০১৯ | পড়া হয়েছে 1361 বার
ব্রাহ্মণবাড়ীয়ার নবীনগন উপজেলার বিটঘর ইউনিয়ন ছিনামাছি গ্রামের এক পুকুরে বিষ প্রয়োগ করে বিপুল পরিমাণ মাছ নিধনের অভিযোগ উঠেছে।
সোমবার দিবাগত রাতে কে বা কারা রাতের আঁধারে , পুকুরে বিষ প্রয়োগ করে এ ঘটনা ঘটিয়েছে । এতে প্রায় ৫-৬ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেন মৎস্য প্রজেক্টের মালিক হাজী হানিফ সরদার ও সাবেক মিজান মেম্বার।
এই মৎস্য প্রজেক্টের মালিক হাজী হানিফ সরদার ও সাবেক মিজান মেম্বার জানান,প্রায় ৬-৭ বছর যাবত বিভিন্ন পুকুরে নানান প্রজাতির মাছ চাষ করে আসছেন। এই মাছ চাষের আয় দিয়ে চলছে তাদের সংসার। কিছুদিন আগে ছিনামাছি গ্রামের উত্তর এক পুকুরে বিষ প্রয়োগে লাখ টাকার মাছ নিধনের ঘটনা ঘটেছে।
এ বিষয়টি গ্রাম্য মাতাব্বদেরও জানিয়েছেন। এরই ধারাবাহিকতায় সোমবার দিবাগত রাতে কে বা কারা তার মৎস্য প্রজেক্টে বিষ প্রয়োগ করে বিপুল পরিমাণ মাছ নিধন করেছে , এতে তারা চরমভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। তারা বলেন, আমরা এর সুষ্ঠু বিচার চাই।
খবর পেয়ে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন বিটঘর ইউপির চেয়ারম্যান হাজী আবুল হোসেন , এছাড়াও শিবপুর অস্থায়ী পুলিশ ক্যাম্প থেকে ঘটনাস্থলে পুলিশ গিয়ে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের সাথে কথা বলেন।