ডেস্ক রিপোর্ট | সোমবার, ০৬ জুন ২০১৬ | পড়া হয়েছে 3622 বার
নবীনগর থানা পুলিশ সোমবার দুপুরে একাধিক মাদক ব্যবসায়ীদের বাড়িতে মাদক নির্মুল অভিযান চালিয়ে বিদেশী মদ সহ মাদক ব্যবসায়ী লিটন দেবকে গ্রেফতার করেছে।
থানা সুত্র জানায়, অফিসার ইনচার্জ মোঃ ইমতিয়াজ আহমেদ পিপিএম’এর নেতৃত্বে এস আই মোঃ রায়হান উদ্দিন ও সংগীয় ফোর্স নিয়ে নবীনগর পৌর এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী ১। মোঃ আক্তার হোসেন ২। রিপন মিয়া ৩। ছোট মনির ৪। বড় মনির ৫। আলমগীর হোসেন ৬। উজ্জ্বল মিয়াদের বাড়ীতে বিশেষ অভিযান চালান। অভিযান চলাকালীন সময়ে নবীনগর মধ্যপাড়ার মৃত শ্রী দুলাল দেবের ছেলে মাদক ব্যবসায়ী লিটন দেব পুলিশের হাতে আটক হন। পুলিশ ওই সময় তাহার বসত ঘড়ে তল্লাশি চালিয়ে বিদেশী মদের বোতল হুইস্কি উদ্ধার করেন ।
ওসি জানান, লিটন দেবের বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে মামলা দেখিয়ে কোর্টে পাঠানো হয়েছে।