ডেস্ক রিপোর্ট | সোমবার, ২৩ জানুয়ারি ২০১৭ | পড়া হয়েছে 1641 বার
নবীনগরে বিদায় বেলা বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন কর্তৃক অসংখ্য গুণীজনের ফুলেল শুভেচ্ছা ও ভালবাসায় সিক্ত হলেন সদ্য বিদায়ী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ আজিজুল ইসলাম। গতকাল রবিবার উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ,নবীনগর থানা পুলিশ প্রশাসন ও উপজেলা শিল্পকলা একাডেমী পৃথক তিন স্থানে বিদায়ী সম্বর্ধনা অনুষ্ঠিত হয়।
গতকাল বিকালে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ অফিস কার্যালয়ে বিদায়ী ইউএনও’কে বিদায় সম্বর্ধনা জানান জাতীর বীর সন্তানেরা। এসময় উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার এমদাদুল হক এর সভাপতিত্বে উক্ত বিদায় সম্বর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা সামসুল আলম সরকার, শেখ নুরুল ইসলাম প্রমুখ।
অপরদিকে নবীনগর থানা প্রাঙ্গনে স্থানীয় পুলিশ প্রশাসনের উদ্যোগে বিদায় সম্ভর্ধনা অনুষ্ঠানের আয়োজনে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার জনাব চিত্ত রঞ্জন পাল, (নবীনগর সার্কেল)। থানা অফিসার ইনচার্জ মোঃ ইমতিয়াজ আহম্মেদ পিপিএম, পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ মেজবাহ উদ্দিন আহম্মেদ সহ নবীনগর থানা অফিসার ফোর্সগন।
এছাড়াও উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা শিল্পকলা একাডেমী সহ সকল সাংস্কৃতিক সংগঠনের পক্ষে বিদায় সম্ভাষণ অনুষ্ঠানে বিদায়ী ইউএনও’র হাতে ক্রেস্ট তুলে দেয়া হয়। এসময় উপস্থিত ছিলেন সঞ্জয় সাহা, জাকির হোসেন, শাকিল রেজা প্রমুখ