| বুধবার, ০২ অক্টোবর ২০১৯ | পড়া হয়েছে 433 বার
নবীনগরে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা উদযাপনের লক্ষে উপজেলা প্রশাসন ব্যাপক কর্মসুচি গ্রহণ করেছে। পূজায় এবার মোটর সাইকেল নিষিদ্ধ করা হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ ভবনের হলরুমে আয়োজিত ‘দুর্গাপূজার প্রস্তুতিমূলক সভা ও অনুদান বিতরণ’ অনুষ্ঠানে এ সিদ্ধান্ত নেয়া হয় । সভায় পূজা চলাকালে বিকেল ৫টা থেকে পরদিন ভোর ৫টা পর্যন্ত পূজামণ্ডপের আশপাশে মোটরসাইকেল চলাচল নিষিদ্ধসহ বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ মাসুমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ মনিরুজ্জামান।
আয়োজিত ওই সভায় উপস্থিত ছিলেন, নবীনগর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রনজিত রায়, ভাইস চেয়ারম্যান জাকির হোসেন সাদেক, মেয়র প্রার্থী অ্যাডভোকেট শিব শংকর দাস, আওয়ামী লীগ নেতা নাছির উদ্দিন, উপজেলা পূজা উদযান পরিষদের সভাপতি অজন্ত ভদ্র, সিনিয়র সহ সভাপতি গৌরাঙ্গ দেবনাথ অপু, সেক্রেটারি বিনয় চক্রবর্তী, যুগ্ম সাধারণ সম্পাদক সঞ্জয় সাহা প্রমুখ।