ডেস্ক রিপোর্ট | রবিবার, ০৩ জুলাই ২০১৬ | পড়া হয়েছে 6408 বার
নবীনগর উপজেলায় পৃথক পৃথক স্থানে শনিবার সকালে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষে নারী সহ ২০ জন আহত হয়েছে ৷ জানা গেছে, উপজেলার বিদ্যাকুট ইউনিয়নের মেরকুটা গ্রামে মাছ ধরার ঘটনায় ২ জন আহত হয়৷ বাঘাউড়া গ্রামে বিদেশী টাকা নিয়ে দুই গ্রুপের সংঘর্ষে নারী সহ ৫ জন আহত হয়৷ কাইতলা গ্রামে মাছ ক্রয়ের ঘটনায় নারী সহ আহত ৭ জন ও থোল্লাকান্দি গ্রামে মানসিক রোগীকে পাগল বলা নিয়ে সংঘর্ষ হলে এতে আহত হন ৬ জন৷ গুরুত্বর আহত মেরকুটা গ্রামের বিশ্ব ঘোষ (৩৫), নকুল দাস (৮০), বাঘাউড়া গ্রামের শফিকুল ইসলাম (৩৫), জাহেদ মিয়া (৫০) ও আমেনা খাতুন (১৯), থোল্লাকান্দি গ্রামের ইদ্রিস মিয়া (৩৫), মূর্শিদ মিয়া (৫০), কালন মিয়া (২৫) কাইতলা গ্রামের মোমেনা বেগম (৩০), জুবেদা খাতুন (১৮), সুমাইয়া বেগম (১৫) ও শাহাবুদ্দিন (২৮) কে নবীনগর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে৷