ডেস্ক রিপোর্ট | সোমবার, ০৩ অক্টোবর ২০১৬ | পড়া হয়েছে 1054 বার
উপজেলার বিভিন্ন পেশাজিবীদের সমন্বয়ে উপজেলা কল্যান পরিষদ গঠনের জন্য সোমবার (৩/১০) দুপুরে সাধারন সভা অনুষ্ঠিত হয়। স্থানীয় পাইলট মডেল হাইস্কুল প্রাঙ্গনে আয়োজিত আহবায়ক মো. আজহারুল হকের সভাপতিত্বে বক্তারা গঠনতন্ত্র প্রনয়নের জন্যে ১৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করেন।
শিক্ষকদের মধ্য থেকে অধ্যাপক ইকবাল ও প্রধান শিক্ষক মো. আমিরুল ইসলাম, রাজনীতিবিদ মো. মফিজুর রহমান মুকুল ,আশরাফুল হক রিপন, মো. ইদন খান, সাংবাদিক মো. মাহবুবুল আলম লিটন, মো. সাইদুল ইসিলাম সোহরাব, ব্যবসায়ী মো. মিনহাজুল ইসলাম, মো আবু সাঈদ, এন জি ও মো আদাদুজ্জামান কল্লোল, ডাক্তার মো. সায়েমুল হুদা, কৃষিবিদ আবুল হোসেন প্রমুখ
সভা সঞ্চালনা করেন উদ্যোক্তা কাজী মো ওয়াজেদ উল্লাহ জসিম।