ডেস্ক রিপোর্ট | বুধবার, ১৪ আগস্ট ২০১৯ | পড়া হয়েছে 249 বার
নবীনগর উপজেলার বিদ্যাকুট অমর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সাময়িক বহিষ্কৃত প্রধান শিক্ষক মো: রফিকুল ইসলামের বিরুদ্ধে বিদ্যালয়ের মসজিদের টাকা আত্মস্বাত, স্বজনপ্রীতি, স্বেচ্ছাচারিতা ও বিনা টেন্ডারে প্রতিষ্ঠানের গাছ বিক্রিসহ সুনির্দিষ্টিত ১০টি অনিয়মের অভিযোগে ওই শিক্ষকের স্থায়ী বহিষ্কারের দাবীতে গতকাল (১৩/৮) সকালে বিদ্যাকুটসহ ওই অঞ্চলের ১০ গ্রামের হাজার হাজার লোকজন মানববন্ধন ও গণস্বাক্ষরে অংশগ্রহণ করেন।
এডভোকেট মোজ্জামেল হক জালালের সভাপতিত্বে মানববন্ধন কর্মসূচীতে বক্তব্য রাখেন, ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের অধ্যাপক শাহজালাল হীরা, আরিফুল ইসলাম মুক্তার, সাজিদুল বারী খান শিপন, আজিজুল হক রাসেল, শাহাবুদ্দিন বাদল, জিয়া উদ্দিন হক মামুন, মোখলেছুর রহমান, ডা.সোহেল রানা,মাহাবুবুর রহমান মাহি,সালাউদ্দিন,সাইমুল ইসলাম,জহিরুল ইসলাম প্রমুখ।
বক্তারা বলেন, ১৫ দিনের মধ্যে ওই দুর্নীতিবাজ প্রধান শিক্ষকে স্থায়ী বহিষ্কার না করা হলে কঠোর আন্দোলনে যাবে এলাকাবাসি।
উল্লেখ্য, ক্লাস রুমে পড়া না পাড়ায় শিক্ষকের বেত্রাঘাতে ছাত্রের চোখ নষ্ট হওয়ার ঘটনায় গত (১১মে) স্কুল কর্তৃপক্ষ ওই প্রধান শিক্ষককে সাময়িক বহিষ্কার করেন।