ডেস্ক রিপোর্ট | শনিবার, ২১ এপ্রিল ২০১৮ | পড়া হয়েছে 1010 বার
নবীনগর উপজেলার বিভিন্ন স্থানে আজ (২১/৪) দুপু্রে আকস্মিক প্রবল বর্ষন ও ঝড়ো হাওয়ায় ব্যাপক ক্ষয়ক্ষতি সাধিত হয়েছে। ঝড়ো হাওয়ায় নবীনগর -কোম্পানিগঞ্জ সড়ক ও কোনাঘাট-রছুল্লাবাদ সড়কের দুপাশের গাছপালা ভেঙ্গে যান চলাচলে ভোগান্তি পোহাতে হয়েছে জনসাধারণের।
এছাড়াও নরসিংদী -সলিমগঞ্জ নৌ-রুটে স্পীডবোট উল্টে এক যাত্রী নিহত হয়েছে।
একই সময়ে উপজেলার বড়িকান্দি ইউনিয়নে গাছের নিচে চাপা পড়ে মোঃ অালী অাকবর নামে (৭৫) নামে এক ব্যক্তির মর্মান্তিক মৃত্যু হয়।
সুত্র জানায়,নবীনগর উপজেলার লহরী গ্রামের উত্তরপাড়া’র মরহুম আবু সামা মিয়ার পুত্র মহিউদ্দীন অাহাম্মেদ মহি ঢাকা থেকে ফিরতি পথে নরসিংদী লঞ্চ ঘাট থেকে স্পীডবোটে সলিমগঞ্জ আসছিলেন। পথে ঝড়ো হাওয়ায় বোট উল্টে গেলে মহিউদ্দীন অাহাম্মেদ মহি পানিতে তলিয়ে যায়। সুত্রটি আরো জানায়, অন্য যাত্রীরা নিরাপদে পাড়ে উঠতে সক্ষম হলেও মহির লাশ স্থানীয়দের সহযোগিতায় উদ্ধার করা হয়।