ডেস্ক রিপোর্ট | মঙ্গলবার, ২১ জুন ২০১৬ | পড়া হয়েছে 884 বার
নবীনগর উপজেলার প্রেস ক্লাবের ইফতার মাহফিল ও নবাগত সদস্যদের বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে উপজেলা পরিষদ অডিটরিয়ামের হল রুমে আয়োজিত উক্ত অনুষ্ঠানে প্রেস ক্লাবের সভাপতি আবু কামাল খন্দকারের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান ইঞ্জি: শফিকুল ইসলাম, পৌর মেয়র মাঈনউদ্দিন আহম্মেদ, উপজেলা নির্বাহী অফিসার মো: আজিজুল ইসলাম,উপজেলা ভাইস চেয়ারম্যান(মহিলা) মোছেনা বেগম, সহকারী কমিশনার (ভূমি) মো: ওয়ালিউল হাসান, নবীনগর মহিলা কলেজের অধ্যক্ষ কান্তি কুমার ভট্রাচার্য,সাংবাদিক মো: আরজু, স্বাস্থ ও প.প. কর্মকর্তা ডা. মো: ইউনুস আলি, আবু মুছা, সামস্ আলম, প্রমুখ। পরে সদ্য সদস্য হওয়া ১৭ জন নতুন সাংবাদিকদের ফুলের তোরা দিয়ে বরণ করে নেন প্রেস ক্লাবের পুরনো সদস্যরা।অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শ্যামা প্রসাদ চক্রবর্তী শ্যামল। শেষে ইফতার মাহফিলে ইফতারি বিতরন করা হয়।