ডেস্ক রিপোর্ট | শনিবার, ২৬ ডিসেম্বর ২০২০ | পড়া হয়েছে 180 বার
নবীনগরে ফেসবুক গ্রুপের কল্যাণে অজ্ঞাত রোগে আক্রান্ত মাদ্রাসা ছাত্র ইব্রাহিম পেল ১ লাখ ২০ হাজার টাকা।
গতকাল শুক্রবার সকালে লাউর ফতেহপুর ইউনিয়নের বটতলী মাহমুদিয়া আরাবিয়া কওমি মাদ্রাসার ছাত্র ইব্রাহিম খলিলুল্লাহর হাতে এ টাকা তুলে দেন গ্রুপ সংশ্লিষ্টরা৷
এসময় ইব্রাহিমের বাবা মা সহ মাদ্রাদার শিক্ষকগন উপস্থিত ছিলেন।
জানা যায়, কাইতলা ইউনিয়নের অসহায় পরিবারের ইয়াছিন মিয়া ও আয়েশা দম্পতির ছেলে মোঃ ইব্রাহিম খলিলুল্লাহ দীর্ঘদিন যাবত অজ্ঞাত রোগে আক্রান্ত হয়ে মানবেতর জীবন যাপন করে আসছে।
ওই ছাত্রের করুণ পরিনতির বিষয়ে জানতে পেরে নবীনগরের আঞ্চলিক কথা ‘মানুষের কল্যাণে’ তাকে সহযোগিতা করার প্রস্তুতি নেয়। এ লক্ষে তারা গ্রুপের মাধ্যমে বিভিন্ন জনের কাছ থেকে টাকা সংগ্রহ করতে থাকে। সংগ্রহকৃত টাকা সবমিলিয়ে ১ লাখ ২০ হাজার হলে সেই টাকা অসহায় ওই ছাত্রের হাতে তুলে দেন গ্রুপের সংশ্লিষ্টরা।
উল্লেখ্য, গ্রুপ প্রতিষ্ঠাতা এডমিন রানা জালাল, সভাপতি দার্শনিক মোজাম্মেল হক,মোবারক হোসেন,শাহ আল হাদী,কিব্রিয়া বাদল,মনির হোসেন,মুজিবুর রহমান পথিক, হারিজ,আতিক হাসান,আব্দুল হামিদ,আল মামুন,সাইফুল ইসলাম, আমজাদ ফয়সাল, নজরুল সামদানী,রেজাউল করিম,আব্দুল্লহ আল মামুন, মনির হোসাইন, সবুজ হাসান,আনোয়ার দিপু,আর এ আলী আকাশ, জাবেদ হোসেন,জুয়েল রানা,ইফতেখার পলাশ,ফাতেম ইসলাম, শামিমা ফেরদৌস, নীলুফা ইয়াসমিন,লাকি মজুমদার, স্বপ্না রহমান, তাসনিম সুলতানা এশা,নুরন্নাহার পরী,নাছরিন জাহান চৌধুরী প্রমুখ সহ কয়েক হাজার সদস্য নিয়েই এ গ্রুপ। তারা বিভিন্ন সময়ে সামাজিক, মানবিক কাজে নিজেদের স্বার্থহীন বিলিয়ে দিচ্ছে। ইতোমধ্যে গ্রুপের কয়েকটি কর্মকাণ্ড প্রশংসা কুড়িয়েছে সুশীল মহলে।