| শনিবার, ২৩ এপ্রিল ২০১৬ | পড়া হয়েছে 465 বার
নবীনগর ইচ্ছাময়ী পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ের দশম শ্রেনীর এক ছাত্রী কয়েকজন বখাটের হাতে শারীরিক ভাবে লাঞ্ছিত, রক্তাক্ত ও আশংকাজনক অবস্থায় নবীনগর সদর হাসপাতালে ভর্তি। জানাযায়, ২২ এপ্রিল শুক্রবার সন্ধ্যায় ওই ছাত্রী প্রাইভেট পড়ে বাড়িতে অাসার সময় নবীনগর কালীবাড়ি মোড়ে এলে নবীনগর পূর্বপাড়ার শিশু মিয়ার বখাটে ছেলে শিমুল সহ আরো কয়েকজন বখাটে ওই ছাত্রীকে কুপ্রস্তাব ও অপ্রীতিকর ইঙ্গিত দিলে মেয়েটি এর প্রতিবাদ করায় ওই ছাত্রীকে বখাটে শিমুল ও তার সহযোগিরা রিকসা থেকে চুলের মুঠিধরে নামিয়ে কিল ঘুসি, লাথি, চুলের মুঠি ধরে টানাখেচরা ও মারধর করে ছাত্রীটিকে গুরুতর আহত করে। ছাত্রীটির আর্তচিতকার শুনে আশপাশের লোকজন ছাত্রীটিকে উদ্ধার করে। পরে সংবাদ পেয়ে মেয়টির বাবা মা ঘটনাস্থল থেকে উদ্ধার করে আশংকাজনক অবস্থায় তাকে নবীনগর সরকারী হাসপাতালে ভর্তি করেন।
ছাত্রীটির বাড়ি নবীনগর পৌর এলাকার
আলীয়াবাদ গ্রামে।এ ঘটনায় এলাকায় চরম উওেজনা বিরাজ করেছে।পুলিশ খবর পেয়ে শিমুলকে আটক করতে তার বাড়িতে অভিযান চালায়।
বিপদ টের পেয়ে বাড়ি ঘর ছেড়ে পালিয়ে গেছে বখাটে শিমুল ও তার পরিবারের লোকজন।