ডেস্ক রিপোর্ট | সোমবার, ২২ ফেব্রুয়ারি ২০২১ | পড়া হয়েছে 310 বার
নবীনগর থানায় কর্মরত পুলিশের এ এস আই রাজিব পুলককে (বিট পুলিশ অফিসার) পুরস্কার দেয়া হয়েছে। বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুলের হাত থেকে তিনি এ পুরস্কার গ্রহন করেন।
আজ সোমবার বিকালে জিনদপুর স্কুল এন্ড কলেজ মাঠে জিনদপুর প্রিমিয়ার লীগ ২০২১এর ফাইনাল খেলা শুভ উদ্বোধন করেন বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক,ব্রাহ্মণবাড়িয়ার কৃতি সন্তান মোহাম্মদ আশরাফুল। ওই খেলায় তাকে বিট পুলিশিং কার্যক্রমে বিশেষ অবদান রাখায় জিনদপুর প্রিমিয়ারলীগ কর্তৃক তাকে এ সম্মাননা দেয়া হয়।
স্থানীয় ইউপি চেয়ারম্যান আবদুর রউফ এর সভাপতিত্বে ফাইনাল খেলা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,মাদকমুক্ত নবীনগর চাই এর সভাপতি কাউসার আলম, সাধারণ সম্পাদক ওমর ফারুক, মাদকমুক্ত জিনদপুর ইউনিয়ন চাই এর সভাপতি হাসান মাহমুদ, এছাড়াও উপজেলা আওয়ামিলীগ, স্বেচ্ছাসেবক লীগ নেতা ও প্রবাসী কল্যান সংস্থার নেতৃবৃন্দ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।