ডেস্ক রিপোর্ট | সোমবার, ০৮ মে ২০১৭ | পড়া হয়েছে 3120 বার
নবীনগর পৌর শহরের কলেজ পাড়া এলাকায় পাকা বাড়ির নির্মান কাজ করতে গিয়ে সুজন (১৭) নামে এক শ্রমিক বিদ্যুত স্পৃষ্টে গুরুতর আহত হয়েছে। গত বৃহস্পতিবার (৪/৫) বেলা এগারটার দিকে এ ঘটনা ঘটে। তাৎক্ষনিক আশঙ্কাজনক অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই তার চিকিৎসা চলছে। বৈদ্যুতিক স্পর্শে সুজনের ডান হাত বেশি ক্ষতিগ্রস্থ হওয়ায় চিকিৎসকের পরামর্শে তার ডান হাতের কনুই পর্যন্ত কেটে ফেলা হয়েছে।
সুজন পৌর এলাকার মাঝিকাড়া গ্রামের তৈয়ব মিয়ার ছেলে।
জানা যায়, ওইদিন সুজন কলেজ পাড়ার জনৈক ব্যক্তির নির্মানাধিন বাড়ির নির্মাণ কাজ করার সময় রড তুলতে গিয়ে তা অতিরিক্ত ভারের কারনে কাত হয়ে বৈদ্যুতিক তারের স্পর্শে চলে যায়। সেসময়ে সুজনের হাতে রড থাকার কারনে সে বিদ্যুৎ স্পৃষ্ট হয়।
পরিবারের উপার্জন সক্ষম বড় ছেলের এমন করুন পরিণতিতে বাবা তৈয়ব মিয়া দিশেহারা। চিকিৎসকেরা জানিয়েছেন, সুজনের চিকিৎসা বাবদ তিন লাখ টাকার মত খরচ হতে পারে। অসচ্ছল পরিবারের পক্ষে এত টাকার যোগান দেয়া অসম্ভব। তাই সমাজের বিত্তবানদের কাছে সুজনের বেঁচে থাকার আকুতি জানিয়ে পরিবারের পক্ষ্যে সহযোগিতা কামনা করেছেন।