ডেস্ক রিপোর্ট | বুধবার, ১৯ জুলাই ২০১৭ | পড়া হয়েছে 1697 বার
মাছ চাষে গড়বো দেশ, বদলে দেব বাংলাদেশ এই শ্লোগানে জাতীয় মৎস্য সপ্তাহ ২০১৭ উপলক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর সিনিয়র উপজেলা মৎস্য দপ্তরের উদ্যোগে সপ্তাহ ব্যাপী কর্মসূচী গ্রহন করা হয়েছে।
মঙ্গলবার(১৮/৭) দুপুরে স্থানীয় সাংবাদিকদের সাথে সংবাদ সম্মেলনের মাধ্যমে কর্মসূচী শুরু করা হয়।
বুধবার(১৯/৭)দুপুরে র্যালী শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে বিনামূল্যে শতাধিক জেলের মাঝে জাল বিতরণ করা হয়। উপজেলা নির্বাহী অফিসার সালেহীন তানভীর গাজীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সাংসদ ফয়জুর রহমান বাদল।
বক্তব্য রাখেন,উপজেলা চেয়ারম্যান ইঞ্জিনিয়ার সফিকুল ইসলাম,জেলা পরিষদ সদস্য বোরহান উদ্দিন আহম্মদ, ভাইস চেয়ারম্যান মোশারফ হোসেন সরকার, মোছেনা বেগম, আওয়ামীলীগ নেতা জসীম উদ্দিন আহম্মদ, কাজী জহির উদ্দিন সিদ্দিক টিটু,ভিপি আব্দুর রহমান,চেয়ারম্যান এনামুল হক,জিল্লুর রহমান,আজাহার হোসেন জামাল প্রমুখ।
সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন,সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আবু মাসুদ। পরে পানিতে পোনা মাছ অবমুক্ত করা হয়।
বাকী পাচঁ দিন যথাক্রমে, মৎস্য সেক্টরে বর্তমান সরকারের অগ্রগতির বিষয়ে প্রামাণ্যচিত্র প্রদর্শন, নদীতে মোবাইল কোর্ট অভিযান,মাছ চাষ বিষয়ে আলোচনা,মৎস্য চাষে জনগনকে উদ্বুদ্ধকরন ও পরে তিনজন মৎস্য শ্রেষ্ঠ চাষীকে পুরস্কার বিতরন করা হবে।