ডেস্ক রিপোর্ট | বৃহস্পতিবার, ০৪ মে ২০১৭ | পড়া হয়েছে 4366 বার
নবীনগর সদরে ভ্রাম্যমান আদালত বুধবার(৩/৫) দুপুরে বিভিন্ন ওষুধ ফার্মেসী ও প্রাইভেট হাসপাতালে অভিযান চালিয়ে ৩৫ হাজার টাকা জরিমানা করেন। এসময় কথিত এক ডাক্তারের সিলে ভুল তথ্য ব্যবহারের দায়ে তাকেও অর্থদন্ড দিয়ে নবীনগর ছাড়ার নির্দেশ প্রদান করা হয়।
সুত্র জানায়,ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও নবীনগর উপজেলা নির্বাহী অফিসার সালেহীন তানভীর গাজী হাসপাতাল রোডে লাইফ কেয়ার ডায়গনিষ্ট সেন্টার কে লাইসেন্সে গরমিল থাকায় ১০ হাজার টাকা ও মুক্তি হাসপাতালের কথিত ডা.ইলিয়াছ খানকে তার সীলে ভুল তথ্য দিয়ে ব্যবহার করায় তাকে ১০ হাজার টাকা জরিমানা করেন।
এসময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি)ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মৌসুমী বাইন হীরা পৌর শহরের ৪টি ঔষুধ ফার্মেসীতে মেয়াদ উর্ত্তীন ঔষুধ রাখা ও ফার্মাসিস্ট লাইসেন্স না থাকায় মোট ১৫ হাজার টাকা জরিমানা করেন।