ডেস্ক রিপোর্ট | রবিবার, ০৫ জানুয়ারি ২০২০ | পড়া হয়েছে 803 বার
নবীনগরে পৃথক ঘটনায় বিষপানে দুই গৃহবধুর আত্মহত্যার খবর পাওয়া গেছে। উপজেলার শ্যামগ্রাম ইউনিয়নের শাহবাজপুর গ্রাম ও পৌর এলাকার বিজয় পাড়ায় এ দুই ঘটনা ঘটে। অপমৃত্যুর শিকার হওয়া গৃহবধুরা হলো রৌশন আরা বেগম (৩৫) ও ছালেহা বেগম (৪৫)।
পুলিশ ও অন্যান্য সূত্রে জানা গেছে, পৌর এলাকার ৩নং ওর্য়াডের বিজয় পাড়ার বাবুল মিয়ার স্ত্রী রৌশন আরা পারিবারিক কলহ থেকেই বিষপানে আত্মহত্যা করে। গতকাল (৪জানুয়ারি) গভীর রাতে সে বিষ পান করলে পরিবারের লোকজন টের পেয়ে তাৎক্ষনিক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করে।
অপরদিকে শাহবাজপুর গ্রামের খোকন মিয়ার স্ত্রী ও তিন সন্তানের জননী ছালেহা বেগম গতকাল গভীর রাতে কোন এক সময়ে সবার অলক্ষ্যে বিষ পান করে। আজ রবিবার সকালে পরিবারের লোকজন বিষয়টি টের পেয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকেও মৃত ঘোষনা করে। স্থানীয়দের ধারনা পারিবারিক কলহ থেকেই তারা বিষপান করে।
পুলিশ খবর পেয়ে দুই স্থান থেকে দুটি লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জেলা মর্গে প্রেরণ পাঠিয়েছে।
নবীনগর থানার ওসি রনোজিত রায় জানান, এ ঘটনায় নবীনগর থানায় দুটি অপমৃতু মামলা হয়েছে।