ডেস্ক রিপোর্ট | বৃহস্পতিবার, ১৯ মে ২০১৬ | পড়া হয়েছে 1123 বার
উপজেলার রসুল্লাবাদে বীরমুক্তিযোদ্ধা সামসুজ্জামান আলী আজম স্মৃতি ফুটবল লীগের উদ্ভোধনী ম্যাচ বুধবার (১৮/০৫) রসুল্লাবাদ খেলার মাঠে অনুষ্ঠিত হয়।উদ্ভোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মোশারফ হোসেন সরকার। সাবেক ফুটবলার সুধাংশু বিকাশ পাল অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।অনুষ্ঠানে উদ্ভোধক হিসেবে উপস্থিত ছিলেন সাবেক জিএস ডা.শফিকুর রহমান। বিশেষ অতিথি ছিলেন রসুল্লাবাদ ইউ,পি চেয়ারম্যান আলী আকবর, ইউপি আ’লীগ সাধারণ সম্পাদক সাজেদুল ইসলাম সাজু,সঞ্জিত পাল,টিটন পাল,আব্দুল কাদির মেম্বার,দুলু ব্যাপারী, তৌফিকুর রহমান মাস্টার, সুমন আহাম্মদ মাস্টার, ডা.কামাল হোসেন, হানিফ খান মানিক, প্রমুখ।উদ্ভোধনী ম্যাচে উত্তর দাররা একাদশ বনাম কাজল্লা একাদশ অংশগ্রহণ করেন।খেলায় উত্তর দাররা ৩ ও কাজল্লা ২ গোল করে উত্তর দাররা জয়ী হন।