দিপু আহমেদ | বুধবার, ২৩ নভেম্বর ২০১৬ | পড়া হয়েছে 3387 বার
স্থানীয় সরকার বিভাগের ইউজেডজিপি প্রকল্পের অর্থায়নে উপজেলা পরিষদ ও উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের যৌথ আয়োজনে নবীনগর উপজেলার ১২০ জন যুবক যুবতীকে কম্পিউটার বিষয়ক মৌলিক প্রশিক্ষণ শুরু হয়েছে।
উপজেলার বাংগরা বাজারে মেহেদী টেকনিক্যাল ইনস্টিটিউট এ প্রশিক্ষন প্রদান করবে। এ উপলক্ষ্যে আজ (২৩/১১) প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ইঞ্জিনিয়ার সফিকুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আজিজুল ইসলাম, থানা অফিসার ইনচার্জ ইমতিয়াজ আহমেদ পিপিএম।
এছাড়াও উক্ত অনুষ্ঠানে উপজেলা শিক্ষা অফিসার, মাধ্যমিক শিক্ষা অফিসার, যুব উন্নয়ন কর্মকর্তা ইসলাম আল হাজীব ও প্রশিক্ষণ প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উল্ল্যেখ্য, এ প্রকল্পের অধিনে প্রশিক্ষণ শেষে কৃতি প্রশিক্ষণার্থীদের কম্পিউটার প্রদান করা হবে।