দিপু আহমেদ | সোমবার, ০৬ মার্চ ২০১৭ | পড়া হয়েছে 2303 বার
নবীনগর উপজেলার লাউর ফতেহপুর ব্যারিষ্টার জাকির আহাম্মদ কলেজ এইচ এস সি পরিক্ষার কেন্দ্র হিসেবে অনুমোদন পাওয়ায় উক্ত কলেজ প্রতিষ্ঠাতা ব্যারিস্টার জাকির আহাম্মদকে গণসংবর্ধনা প্রদান করা হয়। মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আজ সোমবার (৬/৩) ফতেহপুর দক্ষিন সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে তাকে এ সংবর্ধনা দেয়া হয়।
উক্ত অনুষ্ঠানে জামাল উদ্দিন মেম্বারের সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ রুপালী ব্যাংকের পরিচালক আলহাজ্ব ব্যারিষ্টার জাকির আহাম্মদ।
অনুষ্ঠানে উদ্ভোধক ছিলেন স্থানিয় ইউপি চেয়ারম্যান আলহাজ্ব ফারুক আহাম্মদ সরকার।
এছাড়াও অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এডভোকেট সফিকুল ইসলাম আকাশ,স্থানীয় জনপ্রতিনিধিগণ সহ সুশীল সমাজের নেতৃবৃন্দ এবং উক্ত প্রতিষ্ঠানের শিক্ষকমন্ডলী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের ২য় পর্বে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে গান পরিবেশন করেন, কুমিল্লা থেকে আগত অানন্দকুটের ব্রান্ড শিল্পীরা।