ডেস্ক রিপোর্ট | শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২০ | পড়া হয়েছে 228 বার
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে সরকারের নির্দেশনা অমান্য করে মাস্ক ছাড়া অযথা রাস্তায় চলাচলের জন্য পথচারীদের জরিমানা গুণতে হয়েছে।
আজ শনিবার ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ০৩ টি মামলায় ৩২ জন পথচারীকে মোট ৩২০০/- টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
ভ্রাম্যমান আদালত পরিচালনা করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাসুম।
এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, দয়া করে মাস্ক ছাড়া কেউ ঘর হতে বের হবেন না। নিজে সতর্ক থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, করোনা ভাইরাসের সংক্রমণ থেকে মুক্ত থাকতে সরকারের স্বাস্থ্যবিধি সংক্রান্ত নির্দেশনা মেনে চলুন।