ডেস্ক রিপোর্ট | বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২০ | পড়া হয়েছে 292 বার
নবীনগর উপজেলার নবীনগর পশ্চিম ইউনিয়নের চরলাপাং গ্রামের পার্শ্ববর্তী মেঘনা নদীতে অবৈধভাবে অনুমোদনহীন বালুমহাল থেকে ড্রেজারের মাধ্যমে বালু উত্তোলন করায় নরসিংদী জেলার রায়পুরা উপজেলার জনৈক মোঃ খোরশেদ মিয়া গং কে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ মোতাবেক ৪ লক্ষ টাকা অর্থদণ্ড প্রদান করা হয় এবং অবৈধ ড্রেজার মেশিন জব্দ করে স্থানীয় নবীনগর পশ্চিম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও পুলিশের জিম্মায় রাখা হয়।
সূত্র জানায়, জেলা প্রশাসকের নির্দেশে ও নবীনগর উপজেলা নির্বাহী অফিসার একরামুল ছিদ্দিকে’র তত্ত্বাবধানে আজ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। মোবাইল কোর্ট আইন, ২০০৯ মোতাবেক এই অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি), ম্যাজিস্ট্রেট মোঃ ইকবাল হাসান। অর্থদন্ডের টাকা তাৎক্ষনিক আদায় করা হয়। জব্দকৃত মেশিন নিলামের মাধ্যমে বিক্রি করার আদেশ প্রদান করা হয়।