| বৃহস্পতিবার, ২৯ আগস্ট ২০১৯ | পড়া হয়েছে 243 বার
নবীনগর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি চেক ও বৃক্ষের চারা বিতরণ করা হয়েছে।
উপজেলা পরিষদ মিলনায়তনে আজ বৃহস্পতিবার (২৯/৮) সকালে আয়োজিত এক অনুষ্ঠানে মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি চেক ও দুটি করে বৃক্ষের চারা বিতরন করা হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি স্থানীয় সাংসদ এবাদুল করিম বুলবুল এর হাত থেকে মেধাবী শিক্ষার্থীরা শিক্ষাবৃত্তি চেক ও বৃক্ষের চারা গ্রহণ করেন।
উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মাসুমের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ মনিরুজ্জামান মনির, মেয়র মোহাম্মদ মাঈন উদ্দিন মাইনু, ভাইস-চেয়ারম্যান জাকির হোসেন সাদেক, শিউলী রহমান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোকাররম হোসেন,উপজেলা একাডেমিক সুপারভাইজার ইতি বেগম সহ স্থানীয় নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান সহ শিক্ষার্থীদের মাঝে ৫ হাজার বিভিন্ন প্রজাতির বৃক্ষের চারা ও ২শ দরিদ্র মেধাবী শিক্ষার্থীর প্রত্যেককে ২ হাজার টাকা করে ৪ লক্ষ টাকা বিতরন করা হয়।