ডেস্ক রিপোর্ট | বৃহস্পতিবার, ১৫ ডিসেম্বর ২০১৬ | পড়া হয়েছে 3063 বার
নবীনগর উপজেলা যুবলীগ সভাপতি সামস আলমের উপর দুর্বৃত্তদের হামলার ঘটনায় আজ বৃহষ্পতিবার দুপুরে বীরগাঁও, কৃষ্ণনগর, বড়াইল ইউনিয়নের ৩০ গ্রামের প্রায় ১ হাজার লোক বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেন।
প্রতিবাদ মিছিলটি উপজেলার খাজানগর গ্রাম থেকে শুরু করে শহরে প্রবেশ করে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে নবীনগর পাইলট মডেল হাইস্কুল প্রাঙ্গনে এসে শেষ হয়।
কৃষ্ণনগর ইউনিয়নের চেয়ারম্যান জিল্লুর রহমানের সভাপতিত্বে উক্ত প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, বীরগাও ইউপি চেয়ারম্যান কবির আহম্মেদ, বড়াইল ইউপি চেয়ারম্যান জাকির আহম্মেদ, শিক্ষক নান্নু, যুবলীগের সাধারন সম্পাদক আশরাফুল ইসলাম রিপন, ছাত্রলীগ সভাপতি আব্দুল্লাহ আল নোমান, সাধারন সম্পাদক আব্দুল্লাহ আল মামুন প্রমুখ।
বক্তারা হামলার সাথে জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তারের দাবী জানান।
উল্যেখ্য, গত ৯ ডিসেম্বর শুক্রবার সন্ধ্যায় থানা শহরের লঞ্চঘাট এলাকায় সামস আলমের উপর দুর্বৃত্তরা হামলা চালালে এতে তিনি গুরুতর আহত হন। আশঙ্কাজনক অবস্থায় তাকে ওইদিনই ঢাকায় প্রেরণ করা হয়। তিনি বর্তমানে ঢাকা মেদিকেল কলেহ হাসপাতালে চিকিতসাদিন।
হামলার দুইদিন পর সামস আলমের আপন বড় ভাই মোঃ কবির আহমেদ বাদি হয়ে নবীনগর থানায় একটি মামলা দায়ের করেন।