ডেস্ক রিপোর্ট | বৃহস্পতিবার, ২৩ ফেব্রুয়ারি ২০১৭ | পড়া হয়েছে 1888 বার
কবিতা হোক প্রতিবাদের ভাষা এই শ্লোগানে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে মঙ্গলবার (২১/২) সন্ধ্যায় নবীনগর সরকারী কলেজের শহিদ মিনার চত্বরে কবিতা গান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
চেতনায়’৭১ আবৃত্তি সংগঠনের উদ্যোগে অনুষ্ঠিত এ আসরে প্রধান অতিথি ছিলেন নবীনগর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসার মো. আলমগীর। এসময় বিশেষ অতিথি ছিলেন, অফিসার ইনচার্জ ইমতিয়াজ আহমেদ পিপিএম, পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু মোছা, প্রেসক্লাবের সভাপতি মাহাবুব আলম লিটন, প্রভাষক দেলোয়ার হোসেন, যুবলীগ সভাপতি সামস্ আলম।
এতে সভাপতিত্ব করেন এডভোকেট শিব শংকর দাস। আবৃত্তি করেন, মো. জালাল হোসাইন, আবৃত্তিতে অংশ নেন, মাসুদ রানা, ফররুখ আহমেদ, খোকা, ইসমাইল, ফজলে রাব্বি, অর্নব, হিরা জেসমিন আক্তার, শান্তা , পূজা, মিথিলা, খাদিজা , গানে কন্ঠ দেন শংকর, বিজন, অমিত, মিথিলা প্রমুখ।