ডেস্ক রিপোর্ট | বৃহস্পতিবার, ২০ অক্টোবর ২০১৬ | পড়া হয়েছে 2236 বার
নবীনগর থানা অফিসার ইনচার্জ (ওসি) ইমতিয়াজ আহমেদ পিপিএম দেশের বর্তমান প্রেক্ষাপটের উপর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সচেতনতা বাড়ানোর লক্ষ্যে দিক নির্দেশনা ও শিক্ষামূলক আলোচনা সভা সেমিনারের উদ্যোগ নবীনগরের সর্বমহলে প্রশংসা পেয়েছে। পর্যায়ক্রমে উপজেলার সবকটি শিক্ষা প্রতিষ্ঠানে তরুন প্রজন্মকে সচেতন করতে এ কার্যক্রম চালু থাকবে বলে ওসি জানালেন। এ ধারাবাহিকতায় বৃহস্পতিবার (২০/১০) উপজেলার লাউর ফতেহপুর তুজুমিয়া সিনিয়র মাদ্রাসার শিক্ষার্থীদের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ওই সভায় মুখ্য আলোচকের বক্তব্য রাখেন। ওসি শিক্ষার্থীদের মাঝে দেশের বর্তমান প্রেক্ষাপটের উপর গুরুত্বপূর্ণ দিকগুলো নিয়ে বক্তব্য প্রদান করেন। তিনি সে সময় শিক্ষার্থীদের মাঝে জঙ্গিবাদের কুফল সম্পর্কে আলোচনা করেন। সকলকে সুন্দর জীবন গড়ে তোলার জন্য উপদেশ দেন। জঙ্গি কিংবা কোন অপরাধমূলক কর্মকান্ড থেকে নিজেদেরকে রক্ষা করার জন্যও বলেন। এছাড়াও তিনি মোবাইল ফোনের অপব্যবহার থেকে দুরে থাকার জন্য উপস্থিত সকল শিক্ষার্থীদেরকে অনুরোধ জানান।
আলোচনা সভায় মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ জনাব মো: জয়নাল আবেদীন সহ উক্ত প্রতিষ্ঠানের শিক্ষক বৃন্দ উপস্থিত ছিলেন।