সেলিম রেজা | শনিবার, ০৯ ফেব্রুয়ারি ২০১৯ | পড়া হয়েছে 825 বার
নবীনগর উপজেলার দীর্ঘসাইর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে প্রাঙ্গণে শুক্রবার(০৮/০২)বিকালে”শিক্ষার মান উন্নয়ন” বিষয়ক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
এতে প্রধান অতিথি ছিলেন প্রাথমিক ও গন শিক্ষা মন্ত্রনালয়ের যুগ্ম সচিব(উন্নয়ন) নেছার আহমদ। অত্র স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি এম,এ মতিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন,প্রাথমিক ও গন শিক্ষা মন্ত্রনালয়ের সহকারী সচিব মো.আবু ইউসুফ ভুঁঞা,অধ্যাপিকা নূরুন নাহার রুবি,ব্রাহ্মণবাড়িয়া জেলা শিক্ষা অফিসার সুব্রত কুমার বণিক,জেলা পিটিআই,সুপারিন্টেনডেন্ট এম,এ মান্নান,প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক মিসেস সেলিনা বেগম,নবীনগর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শরিফ রফিকুল ইসলাম,অত্র স্কলের প্রধান শিক্ষক মো.নাসিমুল হক কাজল,ফাতেমা তুজ-জোহরা,মো.ফরহাদ প্রমুখ।
স্বাগত বক্তব্য,রাখেন প্রফেসর ডাঃ মো.শরিফুল ইসলাম।সঞ্চালনা করেন শিক্ষক মীর আলী আহমেদ মনির।