আবু সুফী | শুক্রবার, ২৩ আগস্ট ২০১৯ | পড়া হয়েছে 277 বার
সনাতন হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের শুভ জন্মাষ্টমী। দেশের হিন্দু সম্প্রদায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে জন্মাষ্টমী পালন করছেন। এরই ধারাবাহিকতায় নবীনগর উপজেলার শিবপুর ইউনিয়নের শিবপুর শিবসেবা কমিটি কর্তৃক আজ (২৩/৮) শ্রী শ্রী ভগবান শ্রী কৃষ্ণের ৫২৪৫ তম জন্মবার্ষিকী উদযাপিত হয়।
উক্ত অনুষ্ঠানের সভাপতি বাবু শ্যামল শীলের সভাপতিত্বে একটি র্যালী বের করা হয়। র্যালী উদ্বোধন করেন শিবপুর ইউনিয়নের চেয়ারম্যান শাহীন সরকার। র্যালীটি শিবপুর শিবমন্দির হতে বের হয়ে শিবপুর গ্রামের চারিদিকে পরিভ্রমণ করে আবার শিবমন্দিরে এসে সমাপ্তি ঘটে।
এ দিকে ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে শিবসেবা কমিটির সেক্রেটারি বাবু লিটন চৌধুরী, ক্যাশিয়ার সুমন বিশ্বাস, উপদেষ্টা বাবু চন্দ্রকুমার সরকার, বাবু চন্দেশ্বের চৌধুরী, সমাজসেবক বাবু রাজকুমার, আইনশৃঙ্খলা বাহিনীর শিবপুর অস্হায়ী ক্যাম্পের ইনচার্জ এস আই বিবেকানন্দ দেবনাথ – জাতি ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল মানুষকে শুভেচ্ছা জানিয়েছেন। এছাড়াও শিবসেবা কমিটির সকল সদস্যবৃন্দ ও গ্রামের সকল হিন্দু ধর্মাবলম্বী আবাল বৃদ্ধবর্নিতা উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।