ডেস্ক রিপোর্ট | বৃহস্পতিবার, ০৮ সেপ্টেম্বর ২০১৬ | পড়া হয়েছে 3786 বার
নবীনগর সরকারি হাসপাতাল সংলগ্ন পুকুরে মাছ ধরার তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গতকাল বুধবার রাতে দুই গ্রুপের সংঘর্ষে মহিলা সহ ২০ জন আহত হয়েছে। জানা গেছে, সন্ধ্যায় সরকারি হাসপাতালের সম্মুখ পুকুরে মাছ ধরার ঘটনাকে কেন্দ্র করে কলেজ পাড়ার হৃদয়ের সাথে হাসপাতালে সুমনের কথা কাটাকাটি হয় এরই জের ধরে দুই গ্রুপ সংঘর্ষে লিপ্ত হয়। সংঘর্ষে মহিলাসহ ২০ জন আহত হয়। গুরুত্বর আহত আরজুদা আক্তার (৪৭), রাসেল (২২), জামাল (২৬), মনু মিয়া (৬০), হৃদয়(১৮), কৌহিনুর বেগম (৩২) ও সাদেক মিয়া (২৮) কে নবীনগর সদর হাসপাতালে ভর্তি করা হয়।
বুধবার রাতে সুমন বাদী হয়ে নবীনগর থানায় মামলা দায়ের করে।