ডেস্ক রিপোর্ট | রবিবার, ২৯ ডিসেম্বর ২০১৯ | পড়া হয়েছে 524 বার
নবীনগর সতীর্থ ৭৮ ব্যাচের পক্ষ থেকে নবীনগর পৌর সভার নব নির্বাচিত মেয়র এডভোকেট শিব সংকর দাস কে সংর্বধনা দেওয়া হয়েছে।
শুক্রবার বিকেলে নবীনগর মহিলা কলেজের অডিটরিয়ামে তাকে এ সংবর্ধনা প্রদান করে উক্ত ব্যাচের শিক্ষার্থীরা।
নবীনগর ডিগ্রি মহিলা কলেজের অধ্যক্ষ কান্তি কুমার ভট্রাচার্যের সভাপতিত্বে উক্ত সংর্বধনা প্রদান অনুষ্ঠানে বক্তব্য রাখেন, প্রতুল সাহা, শফিকুল ইসলাম, আবদুল লতিফ, আশরাফুল ইসলাম স্বপন, সেলিনা বেগম, ছায়া রানী সাহা,সাংবাদিক তাজুল ইসলাম চৌধুরী, মো.তঞ্জব আলী প্রমুখ।